খালেদা জিয়ার মৃত্যুতে অস্ট্রেলিয়ার শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে অস্ট্রেলিয়া।

নয়া দিগন্ত অনলাইন
বেগম খালেদা জিয়া
বেগম খালেদা জিয়া |সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। শোকের এই সময়ে বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে দেশটি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বার্তায় শোক জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলীয় হাইকমিশন।

শোকবার্তায় অস্ট্রেলীয় হাইকমিশন জানিয়েছে, ‘সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’

সূত্র : বাসস