ঢাকায় বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ সংক্রান্ত একটি শোকবার্তা পাঠিয়েছেন তিনি।
লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে পাঠানো শোকবার্তায় স্টারমার বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। অনুগ্রহ করে আমার এবং ব্রিটিশ জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা গ্রহণ করুন।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী আরো বলেন, ‘এই দুঃখজনক ঘটনায় যারা তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছেন—প্রথম সাড়াদানকারী এবং চিকিৎসাকর্মীদের সাহস ও ত্যাগ আমি আন্তরিকভাবে প্রশংসা করি। তাদের সাহসিকতা ও নিষ্ঠা বাংলাদেশের জনগণের দৃঢ়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত।’
তিনি বলেন, ‘এই জাতীয় শোকের সময়ে, আমাদের সহানুভূতি আপনার এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে রয়েছে। আমি প্রার্থনা করি, আহত এবং হাসপাতালে ভর্তি সবাই দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’