মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে ব্রিটিশ হাইকমিশনার

সোমবার দুপুরে নয় সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্বে তিনি হাসপাতালে পৌঁছান এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন।

নয়া দিগন্ত অনলাইন
মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের খোঁজ-খবর নিতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক
মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের খোঁজ-খবর নিতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক |সংগৃহীত

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

আজ সোমবার দুপুরে নয় সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্বে তিনি হাসপাতালে পৌঁছান এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। দুর্ঘটনার পরই ব্রিটিশ মেডিক্যাল টিমের সহায়তায় চলমান চিকিৎসা কার্যক্রমের অগ্রগতি নিয়েও ইনস্টিটিউট কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন হাইকমিশনার।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো: নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উত্তরার বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে ব্রিটিশ হাইকমিশনারসহ একটি বিশেষ টিম আমাদের ইনস্টিটিউটে এসেছেন। তারা রোগীদের অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন এবং উন্নত চিকিৎসা নিয়ে আমাদের সাথে আলোচনা করেছেন।’

তিনি আরো জানান, ‘দুর্ঘটনার পরই ব্রিটিশ মেডিক্যাল টিম আমাদের সাথে কাজ করেছে। বর্তমানে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসায় কোনো অবহেলা হচ্ছে না। আমাদের চিকিৎসকরা সার্বক্ষণিকভাবে তাদের পর্যবেক্ষণে রেখেছেন।’