ইতালিতে এফএও সদর দফতরে প্রধান উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা

সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) ফ্ল্যাগশিপ আয়োজনে মূল বক্তব্য উপস্থাপন করবেন ড. ইউনূস।

নয়া দিগন্ত অনলাইন
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোমে এফএও সদর দফতরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোমে এফএও সদর দফতরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় |প্রধান উপদেষ্টার ফেসবুক

ইতালির রাজধানী রোমে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দফতরে পৌঁছালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) ফ্ল্যাগশিপ আয়োজনে মূল বক্তব্য উপস্থাপন করবেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এফএও সদর দফতরে পৌঁছালে প্রফেসর ইউনূসকে স্বাগত জানান জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু ডংইউ।

ইতোমধ্যে প্রধান উপদেষ্টা রোমে এফএও সদর দফতরে ব্রাজিলের কৃষিবিদ এবং লেখক হোসে গ্রাজিয়ানো দা সিলভার সাথে বৈঠক করেছেন।

সূত্র : বাসস