জামায়াতের সাথে সিঙ্গাপুর হাইকমিশনারের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের সাথে সৌজন্য বৈঠকে মিলিত হয়েছে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ ইউ-সে

নয়া দিগন্ত অনলাইন
জামায়াতের সাথে সিঙ্গাপুর হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
জামায়াতের সাথে সিঙ্গাপুর হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের সাথে সৌজন্য বৈঠকে মিলিত হয়েছে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ ইউ-সে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানী ঢাকার একটি হোটেলে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় তার সাথে ছিলেন সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি ও সাউথ এশিয়ার কান্ট্রি ডাইরেক্টর তাই দায়ে আর্ন।

বৈঠকে তারা বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার, পিআর পদ্ধতি ইত্যাদি নিয়ে মতবিনিময় করেন।

হাইকমিশনার ডেরেক লোহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একইসাথে ভবিষ্যতে উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।