বাংলাদেশের কোনো কোনো রাজনৈতিক নেতার ভারত-বিরোধী বক্তব্যের ‘কূটনৈতিক প্রতিবাদ’ জানাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ-কে তলব করেছে।
এই তলবের ঘটনা ঘটল এমন এক প্রেক্ষাপটে, যখন জুলাই ঐক্য বুধবার ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাও করার ঘোষণা দিয়েছে। এই কারণে ঢাকায় কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে ‘ক্রমশ অবনতির দিকে যাওয়া’ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা হাই কমিশনার হামিদুল্লাহ-কে অবহিত করা হয়েছে।
ভারত জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া কিছু ঘটনার পটভূমিতে কিছু গোষ্ঠী যে ‘ভ্রান্ত বয়ান’ তৈরি করার চেষ্টা করছে, তা ভারত সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে।
বিবৃতিতে আরো বলা হয়, ‘দুঃখজনকভাবে অন্তর্বর্তী সরকার এ পর্যন্ত ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করেনি এবং সংশ্লিষ্ট ঘটনাগুলো সম্পর্কে ভারতের সাথে কোনো অর্থবহ প্রমাণও ভাগ করে নেয়নি।’
সূত্র : বিবিসি



