বন্যা মোকাবেলায় বাংলাদেশকে ১৫ লাখ ডলারের জরুরি উদ্ধার সরঞ্জাম দিলো চীন

‘বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতিটি দুর্যোগে সরকার মানবিক সংগঠনগুলোর সাথে জনগণের জীবন ও সম্পদ রক্ষায় কাজ করে। চীন সরকারের এ সহায়তা আমাদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমকে আরো গতিশীল করবে।’

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনার সরঞ্জামাদি হস্তান্তর করেন
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনার সরঞ্জামাদি হস্তান্তর করেন |সংগৃহীত

বন্যায় জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে অনুদান হিসেবে ১৫ লাখ মার্কিন ডলারের সরঞ্জাম দিয়েছে চীন।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে ঢাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আনুষ্ঠানিকভাবে এসব জরুরি উদ্ধার সরঞ্জামাদি হস্তান্তর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতিটি দুর্যোগে সরকার মানবিক সংগঠনগুলোর সাথে জনগণের জীবন ও সম্পদ রক্ষায় কাজ করে। চীন সরকারের এ সহায়তা আমাদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমকে আরো গতিশীল করবে। সরকারের সহযোগী হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।’

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘এক বছর আগে আমরা আলোচনা করেছিলাম চীন রেড ক্রিসেন্টকে কিছু দুর্যোগ ব্যবস্থাপনার সামগ্রী প্রদান করবে, যাতে বন্যাকবলিত মানুষদের সহায়তা করা যায়। আজ আমি বলতে পারি, আমরা আমাদের সেই প্রতিশ্রুতি রক্ষা করেছি।’

তিনি বলেন, ‘চীন সরকার বাংলাদেশের জন্য ১৫ লাখ মার্কিন ডলারের এই জরুরি সরঞ্জাম সহায়তা পাঠিয়েছে। সংশ্লিষ্ট সকল সংস্থা ও ব্যক্তির নিরলস প্রচেষ্টায় আমরা অবশেষে সেই সহায়তা বাংলাদেশে পৌঁছে দিতে পেরেছি। এ কাজে যুক্ত সবাই প্রশংসার দাবিদার।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশে দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন সক্ষমতা বাস্তবভাবে বৃদ্ধির লক্ষ্যে এবং বন্যার হুমকি থেকে জনগণকে সুরক্ষিত রাখতে এই সহায়তা ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ডা: মো: আজিজুল ইসলাম।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘চীন সরকারের এ অনুদান আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অত্যাধুনিক এই উদ্ধার সরঞ্জামগুলোর মাধ্যমে স্বেচ্ছাসেবকরা আরো দক্ষতার সাথে বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়াতে পারবে।’

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ডা: তাসনিম আজিম বলেন, ‘বাংলাদেশের দুর্যোগে চীনের এই সহযোগিতা দু’দেশের বন্ধুত্বকে আরো সামনের দিকে এগিয়ে নেবে।’

উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য আটটি কন্টেইনারে ১৫ ধরনের অত্যাধুনিক উদ্ধার সরঞ্জাম প্রদান করা হয়েছে। সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে- ৫০০টি লাইফ ভেস্ট, ৫০০টি রেসকিউ হেলমেট, ৫০০ জোড়া রেসকিউ বুট, ৫০০ জোড়া হ্যান্ড গ্লোভস, ৩০০টি সামুদ্রিক ফার্স্ট এইড কিট, ২৫০টি রেসকিউ রোপ, ২৫০ সেট রেসকিউ রোপ ব্যাগ, ১০০টি ইঞ্জিনসহ রাবার বোট, ১০০ সেট লাইফ র‌্যাফ্ট, ৫০টি ফ্লোট প্লেট, ৫০টি রেসকিউ প্যানেল, ২৫টি সফট স্ট্রেচার, ১৫টি ওয়াটার পিউরিফিকেশন ইক্যুপমেন্ট, ১০ সেট ডিজেল জেনারেটর এবং ছয় সেট সমুদ্রের পানি লবণমুক্তকরণ যন্ত্র।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম, বোর্ড সদস্য, মহাসচিব, উপ-মহাসচিব, আইএফআরসি’র হেড অব ডেলিগেশনসহ সোসাইটির ঊর্ধ্বতন কর্মকর্তা, পার্টনার ন্যাশনাল সোসাইটি এবং চীনা দূতাবাসের প্রতিনিধিরা।

অনুষ্ঠান শেষে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক ও কর্মকর্তারা চীনের দেয়া সরঞ্জামগুলোর একটি অংশ প্রদর্শন করেন। বাসস