ইউরোপীয় ইউনিয়নের নেতাদের কাছে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সদর দফতর বারলেমন্ট ভবনে এই পরিচয়পত্র পেশের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

নয়া দিগন্ত অনলাইন
ইউরোপীয় ইউনিয়নের নেতাদের কাছে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
ইউরোপীয় ইউনিয়নের নেতাদের কাছে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ |সংগৃহীত

বেলজিয়ামে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মাসুদুল আলম ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের কাছে বাংলাদেশের মিশন প্রধান হিসেবে তার পরিচয়পত্র পেশ করেছেন।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের কাছে তিনি নিজের পরিচয়পত্র পেশ করেন।

শুক্রবার বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সদর দফতর বারলেমন্ট ভবনে এই পরিচয়পত্র পেশের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের পর নবনিযুক্ত রাষ্ট্রদূতদের সম্মানে একটি সংবর্ধনার আয়োজনও করা হয়।