আজ ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয়ের দিনটিকে ‘ভারতের বিজয় দিবস’ বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ উপলক্ষে তিনি ১৯৭১ সালে জীবন দানকারী ভারতীয় সৈনিকদের স্মরণ করেন। তবে ওই বার্তায় তিনি বাংলাদেশের নাম একটিবারের জন্যও উল্লেখ করেননি।
সামাজিক মাধ্যমে তিনি তার পোস্টে লিখেন, ‘বিজয় দিবসে আমরা সেই সাহসী সৈনিকদের স্মরণ করি, যাদের সাহস ও আত্মত্যাগের ফলে ১৯৭১ সালে ভারত ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল। তাদের দৃঢ় সংকল্প ও নিঃস্বার্থ সেবা আমাদের জাতিকে রক্ষা করেছিল এবং আমাদের ইতিহাসে গর্বের মুহূর্ত স্থাপন করেছিল। এই দিনটি তাদের বীরত্বের প্রতি শ্রদ্ধা এবং তাদের অতুলনীয় চেতনার স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে। তাদের বীরত্ব ভারতীয়দের প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রাণিত করবে।’
এর আগে ভারতের সেনাবাহিনী বিজয় দিবস নিয়ে একটি পোস্ট দেয়। সেখানেও তারা এই বিজয়কে ভারতীয় সেনাদের বিজয় বলে উল্লেখ করেছে। দেশটির সেনাবাহিনী বলেছে, ‘বিজয় দিবস শুধু একটি তারিখ নয়। এটি ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ও চূড়ান্ত বিজয়ের একটি প্রতীক।’
তবে মোদির ১৬ ডিসেম্বরকে ‘ভারতের বিজয় দিবস’ বলে দাবি করা এবারই প্রথম নয়। এর আগে গত বছরও বিজয় দিবসে দেয়া এক পোস্টে নরেন্দ্র মোদি বাংলাদেশের বিজয় দিবসকে ‘ভারতের বিজয় দিবস’ বলে উল্লেখ করেছিলেন।



