ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে ঢাকার পাকিস্তান হাইকমিশন গভীর শোক প্রকাশ করেছে এবং তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) পাকিস্তান হাইকমিশন এক বার্তায় এই শোক প্রকাশ করে।
হাইকমিশন জানিয়েছে, শরিফ ওসমান হাদির মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত।
শোক বার্তায় বলা হয়, ‘এই শোকের সময়ে আমরা তার পরিবার, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং তার প্রিয়জনদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য দান করুনশক্তি দিন।’
সূত্র: বাসস



