নির্বাচন কমিশনের সাথে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে সন্তোষ জানান ইইউ প্রতিনিধিরা।

নয়া দিগন্ত অনলাইন
নির্বাচন কমিশন ভবন
নির্বাচন কমিশন ভবন |সংগৃহীত

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠকে বসেন ইউরোপীয় ইউনিয়নের চার সদস্যের প্রতিনিধি দল।

বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, গণতন্ত্রের পথে উত্তোরণের জন্য আগামী নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়েও সন্তোষ জানান ইইউ প্রতিনিধিরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল, আন্তর্জাতিক সংস্থাসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সাথে ধারাবাহিক বৈঠক করছে নির্বাচন কমিশন।

সূত্র : বিবিসি