বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাজ্য। একইসাথে তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে দেশটি।
আজ মঙ্গলবার এক শোকবার্তায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশন বলেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে আমরা গভীরভাবে শোকাহত।
শোকবার্তায় আরো বলা হয়, শোকাবহ এই সময়ে বেগম খালেদা জিয়ার পরিবার, স্বজন ও বাংলাদেশের জনগণের প্রতি ব্রিটিশ হাইকমিশন আন্তরিক সমবেদনা জানাচ্ছে।
সূত্র : বাসস



