হাসনাতের মন্তব্যের প্রতিক্রিয়ায় আসাম মুখ্যমন্ত্রী বললেন, চুপ করে বসে থাকব না

উত্তর-পূর্ব ভারতকে আলাদা করার বিষয়ে বাংলাদেশের একাধিক নেতা সাম্প্রতিককালে বক্তব্য দিয়েছেন। এসব বক্তব্যকে ‘বিপজ্জনক‘ বলে অভিহিত করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

নয়া দিগন্ত অনলাইন
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা |হিন্দুস্তান টাইমস

উত্তর-পূর্ব ভারতকে আলাদা করার বিষয়ে বাংলাদেশের একাধিক নেতা সাম্প্রতিককালে বক্তব্য দিয়েছেন। এসব বক্তব্যকে ‘বিপজ্জনক‘ বলে অভিহিত করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

এই প্রসঙ্গে মঙ্গলবার তিনি বলেন, বাংলাদেশের একাংশ বারবার বলছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে তারা ‘নিজেদের দেশের সাথে জুড়বে’। এসব বিপজ্জনক বিবৃতি। এ ব্যাপারে ভারত নীরব থাকবে না।

এর আগে সোমবার ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ বলেছিলেন, নয়াদিল্লি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তবে ঢাকার উচিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করা এবং এই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দেয়া।

এই আবহে হিমন্ত বলেন, ‘গত এক বছর ধরে ওই দেশ থেকে বারবার বক্তব্য আসছে, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোকে আলাদা করে বাংলাদেশের অংশ করা উচিত। তবে ভুললে চলবে না, ভারত একটি বিশাল দেশ, পারমাণবিক শক্তি এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশ কিভাবে এমনটা ভাবতে পারে? এটা নিয়ে ভাবাও ভুল। কিন্তু বাংলাদেশের মানুষের চিন্তাভাবনায় গলদ আছে।‘

হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বাংলাদেশের এই মানসিকতাকে উৎসাহিত করা উচিত নয় এবং কোনোভাবেই বাংলাদেশকে খুব বেশি সহায়তা দেয়া উচিত নয়। তিনি বলেন, ‘আমাদের অবশ্যই বাংলাদেশকে শিক্ষা দিতে হবে। তারা যদি এভাবে আচরণ করতে থাকে, তবে আমরা চুপ করে বসে থাকব না।‘

এদিকে শুধু হাসনাত নন, এসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও ভারতবিরোধী মন্তব্য করেছিলেন। তার কথায়, ‘ভারতের স্বাধীনতা, সার্বভৌমত্বও বাংলাদেশের ওপর নির্ভরশীল। ফলে তাদের সাবধান থাকতে হবে।‘

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘ভারত যদি মনে করে হাসিনা ও ওসমান হাদির ঘাতকদের আশ্রয় দিয়ে তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে, তা কোনো দিন হবে না।‘

ভারতের দিকে ইঙ্গিত দিয়ে ইউনুস সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘যদি দেশের লড়াই দেশের বাইরে যায়, তাহলে মুক্তির লড়াইও এই দেশের বাইরে যাবে।‘

সূত্র : হিন্দুস্তান টাইমস