খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আজ ঢাকায় আসবেন মালদ্বীপের শিক্ষামন্ত্রী

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

ওমর ফারুক, মালদ্বীপ
ঢাকায় আসছেন মালদ্বীপের শিক্ষামন্ত্রী
ঢাকায় আসছেন মালদ্বীপের শিক্ষামন্ত্রী |নয়া দিগন্ত

প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রায় শ্রদ্ধা জানাতে আজ বাংলাদেশে আসবেন দক্ষিণ এশিয়ার মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর বিশেষ দূত হিসেবে মালদ্বীপ প্রজাতন্ত্রের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়নবিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ।

বুধবার (৩১ ডিসেম্বর) তিনি ঢাকায় পৌঁছাবেন বলে নিশ্চিত করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশন জানায়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি তিন দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর বিশেষ দূত হিসেবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও মরহুমা বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিতব্য জানাজার নামাজে অংশগ্রহণ করবেন।

এর আগে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে মালদ্বীপ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

এ উপলক্ষে তিনি আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি শোকবার্তা প্রদান করেন, যা এ শোকাবহ সময়ে বাংলাদেশের প্রতি মালদ্বীপের গভীর শ্রদ্ধা ও সংহতির প্রতিফলন।

সফরকালে ড. আলী হায়দার আহমেদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথেও সাক্ষাৎ করার কথা রয়েছে। এ সকল সাক্ষাতে তিনি মালদ্বীপের রাষ্ট্রপতি, সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করবেন।

মালদ্বীপের রাষ্ট্রপতির বিশেষ দূতের এ অংশগ্রহণ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ, বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন, যা পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন মূল্যবোধ ও দীর্ঘদিনের সহযোগিতার ভিত্তিতে প্রতিষ্ঠিত।

বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের মালদ্বীপে অবস্থিত হাইকমিশন বাংলাদেশের প্রতি প্রদত্ত শোক ও সমবেদনার জন্য মালদ্বীপ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু, মালদ্বীপ সরকার এবং মালদ্বীপের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এ সমবেদনা ও সহমর্মিতা বাংলাদেশের সরকার ও জনগণের কাছে গভীরভাবে প্রশংসিত।

এর আগে, মঙ্গলবার রাতে মালদ্বীপের উপরাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ লতিফ তার নিজ ভেরিফাইড ফেসবুক পোস্টে শোকবার্তায় লেখেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি বাংলাদেশের সরকার এবং জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

শোকবার্তায় আরো লেখেন, ‘একজন অগ্রণী নেত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে, বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অগ্রগতিতে তার অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে। এ কঠিন সময়ে আমার চিন্তাভাবনা এবং প্রার্থনা তার প্রিয়জনদের সাথে রয়েছে।’