বাংলাদেশসহ ৭ দেশকে ‘নিরাপদ’ বলে চিহ্নিত করল ইইউ

এ পদক্ষেপের ফলে এই দেশগুলোর নাগরিকদের ইউরোপে আশ্রয়প্রার্থীর আবেদন দ্রুত প্রক্রিয়াকরণ করা হবে এবং তাদের আবেদন বাতিল হলে দ্রুত স্ব স্ব দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজতর হবে।

মোহাম্মদ মাহবুব হোসাইন, প্যারিস (ফ্রান্স)
ছবি : নয়া দিগন্ত

আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দেয়ার প্রক্রিয়া দ্রুততর করতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বুধবার সাতটি দেশকে ‘নিরাপদ উৎস দেশ’ হিসেবে চিহ্নিত করেছে। এ পদক্ষেপের ফলে এই দেশগুলোর নাগরিকদের ইউরোপে আশ্রয়প্রার্থীর আবেদন দ্রুত প্রক্রিয়াকরণ করা হবে এবং তাদের আবেদন বাতিল হলে দ্রুত স্ব স্ব দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজতর হবে।

এই তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, মিসর, কসোভো, কলম্বিয়া, মরক্কো ও তিউনিসিয়া।

ইউরোপীয় ইউনিয়নের মতে, এই দেশগুলোতে সাধারণভাবে রাজনৈতিক নিপীড়ন, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তি নেই, যা তাদেরকে ‘নিরাপদ’ দেশ হিসেবে বিবেচনা করার ভিত্তি।

তবে মানবাধিকার সংস্থাগুলো এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ কয়েকটি সংগঠন আশঙ্কা প্রকাশ করেছে যে এই পদক্ষেপটি রাজনৈতিকবিরোধী, এলজিবিটিআই ব্যক্তিরা, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের মতো ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলোর সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হতে পারে।

এই প্রস্তাবটি ইউরোপীয় পার্লামেন্ট এবং সদস্য রাষ্ট্রগুলোর অনুমোদনের পর কার্যকর হবে এবং এটি ২০২৬ সাল থেকে বাস্তবায়িত হওয়ার কথা রয়েছে।