ভারতে কতদিন থাকবেন, হাসিনাকেই তা ঠিক করতে হবে : জয়শঙ্কর

শেখ হাসিনা যতদিন খুশি, ভারতে থাকতে পারবেন কিনা এমন প্রশ্নের উত্তরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে এটি এমন একটি বিষয়, যেখানে তার নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে।

নয়া দিগন্ত অনলাইন
শেখ হাসিনা ও জয়শঙ্কর
শেখ হাসিনা ও জয়শঙ্কর |সংগৃহীত

শেখ হাসিনা যতদিন খুশি, ভারতে থাকতে পারবেন কিনা এমন প্রশ্নের উত্তরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে এটি এমন একটি বিষয়, যেখানে তার নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে।

শনিবার (৬ ডিসেম্বর) নয়াদিল্লিতে এইচটিএ লিডারশিপ সামিটে এনডিটিভির প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক রাহুল কনওয়ালের সাথে আলাপকালে জয়শঙ্কর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিশেষ পরিস্থিতিতে ভারতে এসে আশ্রয় নিয়েছেন। তার প্রভাব এই ঘটনার (ভারতে আশ্রয় নেয়া) ওপর ছিল। তিনি যে পরিস্থিতিতে এখানে এসেছেন, সেই পরিস্থিতিই তার ভবিষ্যৎ নির্ধারণে বড় একটি ভূমিকা পালন করবে। কিন্তু আবারো বলছি, এটি এমন একটি বিষয় যেখানে শেষ পর্যন্ত তাকেই নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে হবে।’

এ সময় বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে উন্নতির আশাও প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফলাফল যা-ই আসুক না কেন, তা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ ও পরিপক্ব দৃষ্টিভঙ্গির হবে। আশা করি, পরিস্থিতির উন্নতি হবে।’

সূত্র : এনডিটিভি