নারায়ণগঞ্জে ফেরি থেকে সিএনজি নদীতে পড়ে দুইজন নিহতের ঘটনায় মামলা

এ ঘটনায় সিএনজি চালক মো: কামাল উদ্দিনসহ ফেরির দায়িত্বপ্রাপ্ত অজ্ঞাত তিন থেকে চারজন স্টাফের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনেন মোকাদ্দুছ মিয়া।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Narayanganj
ফেরি
ফেরি |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাটে চলন্ত ফেরি থেকে একটি সিএনজি নদীতে পড়ে দুই নারী যাত্রীর মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে চালক ও ফেরির তিন থেকে চারজন অজ্ঞাত স্টাফদের আসামি করে মামলা করা হয়েছে।

ঘটনার তিন দিন পর মঙ্গলবার (১০ ‍জুন) রাতে আড়াইহাজার থানায় মামলা করেন নিহতদের স্বজন মোকাদ্দুছ মিয়া। তবে ফেরির স্টাফদের নাম জানা সত্ত্বেও মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে।

জানা গেছে, পাঁচ সদস্য ঈদ উদযাপন করতে ঢাকা থেকে সিএনজিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রসুল্লাবাদ গ্রামের উদ্দেশে রওনা দেন। ৭ জুন ভোরে সিএনজিটি বিশনন্দী ফেরিঘাট থেকে একটি ফেরিতে ওঠে। ফেরিটি নদী যাত্রা শুরু করার কয়েক মিনিট পর সিএনজিটি ফেরির রেলিং না থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

এ সময় ফেরিতে থাকা লোকজন চিৎকার শুরু করলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ এবং ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায় ১৩ ঘণ্টার চেষ্টায় একই দিন সন্ধ্যা ৬টার দিকে সিএনজি ও তার ভেতরে থাকা শাশুড়ি খালেদা বেগম ও তার স্ত্রী ফারজানা আক্তারের লাশ নদী থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিএনজি চালক মো: কামাল উদ্দিনসহ ফেরির দায়িত্বপ্রাপ্ত অজ্ঞাত তিন থেকে চারজন স্টাফের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনেন মোকাদ্দুছ মিয়া।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। মামলাটি নৌপুলিশ তদন্ত করবে।