বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে রাশিয়া।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকায় রাশিয়ার দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ‘দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবারের সরকার প্রধান হিসেবে খালেদা জিয়ার অবদান স্মরণীয়। তার নেতৃত্বকালে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে যে আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছিল, তা রাশিয়া কৃতজ্ঞতার সাথে মনে রাখবে।’
দূতাবাস খালেদা জিয়ার পরিবার, বন্ধুবান্ধব এবং দলের সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানায়।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
গত ২৩ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। গত ২৭ নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণকারী খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ইউএনবি



