পরিস্থিতি বিবেচনায় দুপুর ২টায় বন্ধ হচ্ছে ভারতীয় ভিসা সেন্টার

চলমান পরিস্থিতির কারণে আজ বুধবার দুপুর ২টা থেকে যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) বন্ধ থাকবে। আজ যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের পরে নতুন তারিখ জানিয়ে দেয়া হবে।

নয়া দিগন্ত অনলাইন
যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)
যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) |সংগৃহীত

চলমান পরিস্থিতির কথা বিবেচনা করে আজ (বুধবার) দুপুর ২টায় রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে দেয়া এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতির কারণে আজ দুপুর ২টার পর আর কোনো কার্যক্রম চলবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ যেসব আবেদনকারীর ভিসা আবেদন জমা দেয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের সবাইকে পরবর্তীতে নতুন তারিখে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হবে।