জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আশাবাদ ব্যক্ত করেছেন যে নির্বাচনের মাধ্যমে বাংলদেশে একটা স্ট্রং ডেমোক্রেটিক গভর্মেন্ট আসবে, এবং বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে। এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
শনিবার (১৫ মার্চ) জাতিসঙ্ঘ মহাসচিবের সাথে গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
বৈঠকে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। দুপুর ১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসঙ্ঘের ঢাকা অফিসের উদ্যোগে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “জাতিসঙ্ঘের তরফ থেকে আমাদেরকে বলেছে, ‘আপনারা রিফর্ম কি নেবেন সেটা আপনাদের অভ্যন্তরীণ ব্যাপার’।”



