মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় শোনার পর পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কার্যত ক্ষোভ প্রকাশ করেন। তার কথায়, রাজ্য তথা ভারতের সংস্কৃতি রক্ষা করতেন হাসিনা। তাকে যারা এমন সাজা দিয়েছে তাদের অবস্থা ভালো হবে না।
রাজ্যের হওয়া এসআইআর ইস্যুতে সংবাদ সম্মেলন করেছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে শেখ হাসিনা প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ‘যারা আজ আত্মপক্ষ সমর্থন না করে এই রায় দিলেন, তাদের অবস্থা খারাপ হবে। পাকিস্তানের নির্দেশে এসব হয়েছে।’
পাশাপাশি হাসিনাকে প্রশংসায় ভরিয়ে তিনি আরো বলেন, হাসিনা উদারচেতা। বাঙালি সংস্কৃতিকে রক্ষা করতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া গানকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দিয়েছিলেন। অবিভক্ত বাংলার ঐতিহ্য রক্ষা করার কাজ করতেন তিনি।’
শুভেন্দুর কথায়, এমন একজনকে মৃত্যুদণ্ড দেয়া হলে রাজনীতির বাইরে গিয়ে একজন বাঙালি হিসেবে তার প্রতিক্রিয়া হবে। কিন্তু বিদেশ ইস্যুতে তিনি আর মন্তব্য করবেন না।
তবে যে বিজেপি বাংলাদেশী মুসলিমদের তাড়ানোর কথা বলছে তারা হাসিনাকে নিয়ে চুপ কেন, এই প্রশ্নের উত্তরে শুভেন্দুর স্পষ্ট জবাব, উনি বৈধভাবে রাজনৈতিক আশ্রয় নিয়ে ভারতে রয়েছেন। এর আগে বঙ্গবন্ধু, দলাই লামা সবাইকেই এভাবে আশ্রয় দেয়া হয়েছে। কিন্তু যারা ভিসা শেষ হওয়ার পরও দেশে রয়ে গেছে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে বাংলায় ঢুকে পড়েছেন, তাদের সরানোর কথা বলা হয়েছে।
সূত্র : দ্য ওয়াল



