সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ আজ বুধবার দুপুরে ঢাকা এসে পৌঁছেছেন।
শ্রীলঙ্কা সরকারের প্রতিনিধি হিসেবে তিনি এই শেষ শ্রদ্ধায় যোগ দিতে এলেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র ফ্লাইট লেফটেন্যান্ট মাসুদ জানান, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বিমানটি দুপুর ১টার দিকে বিমানবন্দরে অবতরণ করে।
ঢাকাস্থ শ্রীলঙ্কান হাইকমিশনের মুখপাত্র জানান, বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান।
বিমানবন্দর থেকে সরাসরি জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশে রওনা হন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী।
দেশী-বিদেশী বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীও এই জানাজার সময় উপস্থিত থেকে বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন।
সূত্র : বাসস



