বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ফ্রান্স। বাংলাদেশের জাতীয় জীবন গঠনে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করে এ দেশের সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে দেশটি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় বাংলাদেশে অবস্থিত ফ্রান্স দূতাবাস জানায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের প্রথম নারী সরকারপ্রধান বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফ্রান্স দূতাবাস গভীর শোক প্রকাশ করছে।
তার দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে দূতাবাস জানায়, দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম জিয়া বাংলাদেশের জাতীয় জীবন বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
শোকবার্তায় আরো বলা হয়, শোকের এই সময়ে ফ্রান্স তার পরিবার, দল ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছে। বেগম জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার বা লিগ্যাসি স্মরণীয় হয়ে থাকবে বলেও জানানো হয় শোকবার্তায়।
সূত্র : বাসস



