গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মোট এক হাজার ৪৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার পুলিশ সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো বলা হয়, অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯০৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার করা হয় আরো ৫৬৭ জনকে।
অভিযান চলাকালে একটি এলজি, একটি বিদেশী পিস্তল, একটি রামদা, একটি তলোয়ার, একটি চাকু, একটি রিচার্জঅ্যাবল স্ট্যানগান উদ্ধার করা হয়। বাসস



