যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ওয়াশরুম থেকে কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার

যাত্রাবাড়ী থানার ফাঁড়ির ওয়াশরুম থেকে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ শফিকুল ইসলাম নামে এক কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

এস এম মিন্টু

Location :

Dhaka City
মৃত মোহাম্মদ শফিকুল ইসলাম
মৃত মোহাম্মদ শফিকুল ইসলাম |নয়া দিগন্ত

রাজধানীর যাত্রাবাড়ী থানার ফাঁড়ির ওয়াশরুম থেকে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ শফিকুল ইসলাম (৪২) নামে এক কনস্টেবলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরের দিকে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কাউসার হুমায়ুন বলেন, আমরা খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ি ভেতরে উত্তর-পশ্চিম পাশে ওয়াশরুমে সিলিং ফ্যানের লোহার অ্যাঙ্গেলের সাথে নাইলনের রশি দ্বারা ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালের মর্গে পাঠানো হয়।

তিনি আরো জানান, শফিকুল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সে ডাক্তারের চিকিৎসা সেবাও নিয়েছিলেন। রাত সাড়ে ৩টার থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে ওয়াশরুমে গিয়ে সিলিং ফ্যানের অ্যাঙ্গেলের সাথে নাইলনের রশি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। কী কারণে সে ফাঁস দিয়েছে বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্ত প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মৃত শফিকুলের গ্রামে বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মরহুম আব্দুল মান্নান মল্লিকের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ি ওয়ারী বিভাগে কর্মরত ছিলেন। দুই ছেলে এক মেয়ের বাবা ছিলেন তিনি।