রাজধানীতে আ’লীগের আরো ৪৪ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরো ৪৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি; তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
রাজধানীতে আ’লীগের আরো ৪৪ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে আ’লীগের আরো ৪৪ নেতাকর্মী গ্রেফতার |প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরো ৪৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো: তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরো ৪৪ নেতা-কর্মীকে গ্রেফতার করে ডিবি।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানায়নি ডিএমপি।

সূত্র : বাসস