রাজধানীর মোহাম্মদপুরে শাহজাহান রোডে নিজেদের ফ্ল্যাটে মা ও মেয়েকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করে বলে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: জুয়েল রানা নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘মোহাম্মদপুর থানার একটি টিম আজ সকালে বরিশাল থেকে আসামিকে গ্রেফতার করেছে।’
গত সোমবার সকালে শাহজাহান রোডের ১৪ তলা ভবনের সপ্তম তলায় লায়লা আফরোজ (৪৮) এবং তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়।
পরদিন মঙ্গলবার দুপুরে নিহত লায়লা ফিরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, নাফিসার গলায় একাধিক গভীর ক্ষত এবং লায়লার শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে। হাতে গ্লাভস পরে ধারাল অস্ত্র দিয়ে মা-মেয়েকে আঘাত করা হয়েছে।
ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, হত্যার পর এক নারী স্কুলড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছেন।
চার দিন আগে আয়েশা নামে নিজের পরিচয় দিয়ে গৃহকর্মীর কাজ নিয়েছেন প্রায় ২০ বছর বয়সী এই তরুণী। পুলিশ তাকে জোড়া খুনের সাথে জড়িত বলে সন্দেহ করছে।



