কেরানীগঞ্জে বিএনপি নেতা গুলিবিদ্ধ

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে রাত ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

নিজস্ব প্রতিবেদক
গুলিবিদ্ধ মোহাম্মদ হাসান মোল্লা
গুলিবিদ্ধ মোহাম্মদ হাসান মোল্লা |সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জের ৭ নম্বর ওয়ার্ড হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান মোল্লা (৪৫) দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে রাত ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত হাসান মোল্লার ভাই রাকিব মোল্লা বলেন, ‘ওয়াজ মাহফিল থেকে বাড়ি আসার পথে কেরানীগঞ্জের ৭ নম্বর ওয়ার্ড হিরো চেয়ারম্যানের বাড়ির পাশে অজ্ঞাত দু’জন মোটরসাইকেল আরোহী হাসান মোল্লাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে দ্রুত আমার ভাইকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে এখানে চিকিৎসা চলছে। আমার ভাইয়ের পেটের ডান পাশে গুলি লেগেছে।’

তিনি আরো জানান, তারা কেরানীগঞ্জের জগন্নাথপুর এলাকায় মো: আকরাম মোল্লার সন্তান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, ‘কেরানীগঞ্জ এলাকা থেকে হাসান মোল্লা নামের এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়ে এসেছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে, তার পেটের ডান পাশে গুলি লেগেছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করেছি।’