নরসিংদীর সদর এলাকায় স্বামীর দেয়া পেট্রোল বোমার আগুনে দগ্ধ রিনা বেগম (৩৬) ও তার ছেলে ফরহাদের (১৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, গতকাল সকাল পৌঁনে ১০টার দিকে রিনা বেগম এবং বেলা সাড়ে ১২টার দিকে তার ছেলে ফরহাদ মারা যান।
ডা. শাওন আরো বলেন, রিনা বেগমের স্বামী করিম পেট্রোল বোমা দিয়ে ঘরে আগুন লাগিয়ে দিয়েছিলেন। এতে তার স্ত্রী ও দুই সন্তান দগ্ধ হয়।
গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোররাতে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
তাদের মধ্যে রিনা বেগমের শরীরের ৫৮ শতাংশ, ফরহাদের শরীরের ৪০ শতাংশ এবং তৌহিদের শরীরের ১৬ শতাংশ দগ্ধ হয়েছিল। তাদের তিনজনকেই এইচডিইউতে স্থানান্তর করা হয়েছিল।
সূত্র : ইউএনবি



