হাজী সেলিমের বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী

হাজী সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের করপোরেট কার্যালয় মদিনা স্কয়ারের অফিসের ভেতরে চলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী নানা ভয়ঙ্কর পরিকল্পনা।

নিজস্ব প্রতিবেদক
হাজী সেলিমের বাড়ি ঘিরে রেখেছে সেনা সদস্যরা
হাজী সেলিমের বাড়ি ঘিরে রেখেছে সেনা সদস্যরা |নয়া দিগন্ত

ঢাকা-৭ আসনের সাবেক এমপি ও ভূমিদস্যুসহ নানা অপরাধের হোতা হাজী মোহাম্মদ সেলিমের বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী।

রোববার দুপুর ১২টারে দিকে পুরান ঢাকার আজিমপুরের দায়রাশরীফ এলাকায় হাজী সেলিমের একটি বাড়ি ঘিরে রাখে সেনাবাহিনী।

গতকাল দৈনিক নয়া দিগন্তে প্রকাশিত ‘ধানমন্ডিতে গোপন বৈঠকে রাষ্ট্রবিরোধী পরিকল্পনা’- প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী বাড়িটি ঘিরে রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছিল, ধানমন্ডিতে হাজী সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের করপোরেট কার্যালয় মদিনা স্কয়ারের অফিসের ভেতরে চলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী নানা ভয়ঙ্কর পরিকল্পনা। অফিসটির সার্বিক পরিচালনার দায়িত্বে আছেন তার এক ছেলে, আওয়ামী লীগ নেতা এরফান সেলিম।

সূত্র জানিয়েছে, লালবাগের ভবনটির আন্ডার গ্রাউন্ডে একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে।

গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবনটিতে যেসব গাড়ি পাওয়া গেছে, তার মধ্যে সংসদ সদস্যের লোগো সম্বলিত একটি গাড়ি ছিল। বাড়িটির ম্যানেজার গাড়িগুলো সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি।

তবে তাৎক্ষণিক বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।