ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৫৩ মামলা

গত ২ ডিসেম্বর ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

নিজস্ব প্রতিবেদক
ডিএমপি
ডিএমপি |সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৮৫৩টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বুধবার (৩ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪০টি বাস, ছয়টি ট্রাক, ৩৩টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি ও ১০৪টি মোটরসাইকেলসহ মোট ২৭২টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২২টি বাস, ৩৩টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৫২টি মোটরসাইকেলসহ মোট ১৯৭টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে আটটি বাস, চারটি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ১৪২টি মোটরসাইকেলসহ মোট ২২৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৪টি বাস, ১০টি ট্রাক, ২৫টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ১৬৩টি মোটরসাইকেলসহ মোট ৩৩৬টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ১৮টি বাস, একটি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ১৬৩টি মোটরসাইকেলসহ মোট ৩৫১টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১০টি বাস, সাতটি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, ৩৯ টি সিএনজি ও ৫৭টি মোটরসাইকেলসহ মোট ২৩২টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, একটি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩২টি মোটরসাইকেলসহ মোট ৯২টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে সাতটি বাস, সাতটি ট্রাক, ১৮টি সিএনজি ও ৯৬টি মোটরসাইকেলসহ মোট ১৪৯টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪২৬টি গাড়ি ডাম্পিং ও ২১১টি গাড়ি রেকার করা হয়েছে।

গত ২ ডিসেম্বর ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।