ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যার ঘটনায় দু’ দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। এ হত্যা সংশ্লিষ্ট আরো একটি ভিডিও ফুটেজ এসেছে পুলিশের হাতে। এ নিয়ে জোর তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা বলেন, ‘নতুন পাওয়া ভিডিও ফুটেজে শুটারদের চেহারা আরো স্পষ্ট, যা বিশ্লেষণ করে হত্যায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুধবার রাতে স্টার কাবাব হোটেলের দ্বিতীয়তলা থেকে আলোচনা শেষ করে সিটি হোন্ডা সার্ভিস পয়েন্টের সামনে দিয়ে গলির দিকে হেঁটে যাচ্ছিলেন মুসাব্বির ও মাসুদ। তাদের পেছন পেছন আরো দুই ব্যক্তি যাচ্ছে। সামনের রাস্তায় বসে আছে আরো কয়েকজন যুবক। মুসাব্বির ও মাসুদ ওই রাস্তা দিয়ে সামনে এগুতেই দুই যুবক গলির মধ্যে থেকে হঠাৎ এসে মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি লাগে মুসাব্বিরের ডান হাতের কনুইয়ের নিচে, আরেকটি তার পেটের ডান পাশে। গুলি লাগার সাথে সাথে লুটিয়ে পড়েন তিনি। ওই সময় মাসুদ তাকে রক্ষা করতে গেলে তাকেও লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এলোপাতারি গুলির শব্দ শুনে ওই সময় রাস্তাটি দিয়ে চলাচলকারীর এদিক-ওদিকে দৌড়াদৌড়ি শুরু করেন। ওই দুই শুটার কোমরে পিস্তল গুঁজতে গুঁজতে হেঁটে মেইন রাস্তা দিয়ে পালিয়ে যায়।
এদিকে, মুসাব্বির হত্যার প্রতিবাদে শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর বসুন্ধরা শপিংমল এলাকায় বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে ফার্মগেট হয়ে তেজগাঁও থানার সামনে এসে অবস্থান নেন বিক্ষোভকারীরা। তারা দ্রুততম সময়ে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান।
এর আগে, বুধবার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর পশ্চিম তেজতুরী পাড়ায় মুসাব্বিরকে গুলি করে দুর্বৃত্তরা। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



