আবাসন প্রকল্পের নামে প্রতারণা

সৌদি নাগরিকের বিচারের দাবিতে ঢাকায় অবস্থান কর্মসূচি

‘মানুষের কাছে দেয়া কথা রাখতে গিয়ে নিজের সব হারিয়েছি। এখন বাঁচার উপায় নেই, দাবি-সরকার আমাকে সাহায্য করুক।’

অনলাইন প্রতিবেদক
সৌদি নাগরিকের বিচারের দাবিতে ঢাকায় অবস্থান কর্মসূচি
সৌদি নাগরিকের বিচারের দাবিতে ঢাকায় অবস্থান কর্মসূচি |নয়া দিগন্ত

ফরিদপুরের সালথা উপজেলার ব্যবসায়ী মিজানুর রহমান সৌদি ভিত্তিক ‘এস এফ ডি (সৌদি ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট )’ প্রকল্পের নামে বড় ধরনের প্রতারণার শিকার হওয়ার অভিযোগ তুলে ঢাকায় অবস্থান কর্মসূচি করেছেন। তার দাবি—ইসমাইল নামে এক ব্যক্তি নিজেকে সৌদি প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে তাকে কোটি টাকার আর্থিক লেনদেনে জড়ান এবং শেষ পর্যন্ত সব নথিপত্র মুছে ফেলে গা-ঢাকা দেন।

সোমবার (১৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে মিজানুর রহমান জানান, প্রথমে সামাজিক উন্নয়ন প্রকল্পের নামে ৩০০০ রিয়েল দিয়ে তার আস্থা অর্জন করা হয়। এরপর অর্ধ-অর্থায়নের আবাসন প্রকল্পের কথা বলে পর্যায়ক্রমে ১৫০টি ঘরের জন্য টাকা নিতে থাকে ইসমাইল। প্রথম দফার ১০টি ঘর নির্মাণের পর আরো ১০০ ঘর তৈরির জন্য অগ্রিম টাকা নেয়া হয়, যা দিয়েও কাজ সম্পন্ন হয়।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে ইসমাইল এসএফডি-এর সফটওয়্যার দেয়ার কথা বলে মিজানুর রহমানের ফোনে পূর্ণ নিয়ন্ত্রণ নেন এবং সব চ্যাট, রসিদ ও ডকুমেন্ট মুছে ফেলেন। এরপর থেকে সে ও তার সহযোগীদের সাথে সব যোগাযোগ বন্ধ হয়ে যায়।

প্রতিশ্রুতি রাখার জন্য নিজস্ব জমি, ব্যবসার মালামাল ও ব্যক্তিগত সম্পদ বিক্রি করে কাজ চালিয়ে যেতে গিয়ে মিজানুর এখন সম্পূর্ণ নিঃস্ব। অবস্থান কর্মসূচি থেকে তিনি সৌদি নাগরিক ইসমাইলের বিচার এবং সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘মানুষের কাছে দেয়া কথা রাখতে গিয়ে নিজের সব হারিয়েছি। এখন বাঁচার উপায় নেই, দাবি-সরকার আমাকে সাহায্য করুক।’