রাজধানীর আগারগাঁও-তালতলা এলাকায় ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ বাবলু (৪০) নামে এক চা বিক্রেতা নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত গভীর রাতের দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বাবলু আগারগাঁও-তালতলা এলাকার বাসিন্দা মোহাম্মদ সেলিম মিয়ার ছেলে। নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে জনতা হাউজিং গেটের সামনে ফুটপাতে টং দোকানে চা বিক্রি করতেন। বাবলুর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের বেয়াই আব্দুর রউফ জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে প্রতিপক্ষের কয়েকজন বাবলুর দোকান উচ্ছেদ করে সেটি দখল করতে আসে। এ সময় প্রতিপক্ষের রবিউল নামে এক ব্যক্তি লোহার পাইপ দিয়ে বাবলুর মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শেরেবাংলা নগর থানার পুলিশকে অবগত করা হয়েছে।