রাজধানীর শাজাহানপুর ঝিলপাড় এলাকায় মাদককারবার নিয়ে বিরোধের জেরে দুর্বৃত্তদের গুলিতে বিশাল (২৬) ও রবিন (২৫) নামে দুই যুবক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে বিশাল লেগুনাচালক বলে জানা গেছে।
ঘটনার পর গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকে উদ্ধার প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চিকিৎসাধীন রাখেন।
তাদেরকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ শাজাহান জানান, শাহজাহানপুর ঝিলপাড় এলাকায় মাদককারবার নিয়ে বিরোধে তিন-চারজন অজ্ঞাতপরিচয়ে যুবকদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে বিশালের বুকে ও রবিনের পিঠে গুলি করে দুর্বৃত্তরা। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, শাহজাহানপুর ঝিলপাড় এলাকায় থেকে দু’জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছে, তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করেছি। জানতে পেরেছি মাদককারবারকে কেন্দ্র করে এই গোলাগুলির ঘটনা ঘটে।