খিলক্ষেতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত

রোববার রাত সাড়ে ১২টার দিকে এক বন্ধুকে বাসে উঠিয়ে দিতে তিনি ৩০০ ফিট রেললাইনের পাশে একটি বাসস্ট্যান্ডে যান।

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল |ফাইল ছবি

রাজধানীর খিলক্ষেত রেললাইন-সংলগ্ন এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মোহাম্মদ লিওন (২১) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আহত লিওন নোয়াখালীর চাটখিল উপজেলার পূর্ব চুচিয়া পাড়ার রুবেল ব্যাপারী ছেলে। তিনি উত্তরা জসীমউদ্দীন রোডের একটি ভাড়া বাসায় থেকে ৩০০ ফিট এলাকার একটি রেস্টুরেন্টে কাজ করেন।

লিওনের ভগ্নিপতি খালেদ হাসান জানান, রোববার রাত সাড়ে ১২টার দিকে এক বন্ধুকে বাসে উঠিয়ে দিতে তিনি ৩০০ ফিট রেললাইনের পাশে একটি বাসস্ট্যান্ডে যান। সেখান থেকে বাসায় ফেরার পথে তিন-চারজন ছিনতাইকারী তার গতিরোধ করে। তারা ধারাল অস্ত্র দিয়ে লিওনের গলা, বুক ও পিঠে একাধিকবার আঘাত করে তার মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে টহল পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোররাতে ঢামেকে আনা হয়।

খালেদ হাসান আরো বলেন, ‘লিওন এখনো অচেতন অবস্থায় আছে। চারপাশে ছিনতাইকারীদের যেভাবে দৌরাত্ম্য বাড়ছে, তাতে আর কত লিওন রাস্তায় এভাবে পড়ে থাকবে? আমরা যারা শ্রমজীবী মানুষ, তাদের জন্য রাতের শহর এখন ভয়ঙ্কর।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো: ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, আহত লিওনের চিকিৎসা জরুরি বিভাগে চলছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।