মিটফোর্ডে সোহাগ হত্যা মামলায় আরো দুই আসামি গ্রেফতার

শনিবার আড়াইটার দিকে কোতোয়ালি থানা পুলিশ ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড) সামনে আলোচিত লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় আরো দু’জন আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতয়ালী থানা পুলিশ ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শনিবার আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার একটি দল ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মো: রুমান বেপারী (৩২) ও মো: আবির হোসেনকে (২৮) গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।