টেলিগ্রামে বিদেশী বিনিয়োগের নামে ৫ কোটি টাকার প্রতারণা, গ্রেফতার ২

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বিদেশী প্রতিষ্ঠানের নামে ভুয়া গ্রুপ খুলে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে প্রায় পাঁচ কোটি টাকা হাতিয়ে নেয় চক্রটি।

নয়া দিগন্ত অনলাইন
গ্রেফতার হওয়া প্রতীক ও সাগর
গ্রেফতার হওয়া প্রতীক ও সাগর |বাসস

টেলিগ্রামে বিদেশী বিনিয়োগের নামে প্রায় পাঁচ কোটি টাকার প্রতারণার হোতাসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বিদেশী প্রতিষ্ঠানের নামে ভুয়া গ্রুপ খুলে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে প্রায় পাঁচ কোটি টাকা হাতিয়ে নেয় চক্রটি।

শুক্রবার (৭ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এ ঘটনায় এ বছর ৪ সেপ্টেম্বর ও ৫ সেপ্টেম্বর পল্টন থানায় দু’টি পৃথক মামলা দায়ের করা হয়।

মামলা দু’টির তদন্তভার সিআইডির ওপর ন্যস্ত হয়। সিআইডি’র ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি আভিযানিক দল এলআইসি ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় গত ৬ নভেম্বর ভোরে পঞ্চগড় জেলার সদর থানাধীন ধাক্কামারা এলাকা থেকে চক্রের মূলহোতা ফারদিন আহমেদ ওরফে প্রতীককে (২৫) গ্রেফতার করে।

পরবর্তী সময়ে ফারদিনের দেয়া তথ্যের ভিত্তিতে একই টিম ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানা এলাকা থেকে চক্রের সহযোগী মো: সাগর আহমেদকে (২৪) গ্রেফতার করে।

তদন্ত সূত্রে আরো জানা যায়, মূলহোতা ফারদিন আহমেদ ও তার সহযোগীরা টেলিগ্রাম গ্রুপে সক্রিয় থেকে প্রতারণামূলক কর্মকাণ্ড করতো।

বিভিন্ন ব্যক্তির নামে ৩০টিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট এবং সিমকার্ড নিয়ন্ত্রণে রেখে প্রতারণার কাজে ব্যবহার করতো। বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগ পরিচালনা করছে এবং চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। বাসস