খিলগাঁওয়ে খাল থেকে ভাসমান লাশ উদ্ধার

খিলগাঁও শান্তিপুর কালভার্ট রোডের খাল থেকে মুজাফফর আহমেদ চৌধুরী লেলিন নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka
খিলগাঁওয়ে খাল থেকে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ
খিলগাঁওয়ে খাল থেকে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ |প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁও শান্তিপুর কালভার্ট রোডের খাল থেকে ভাসমান অবস্থায় মুজাফফর আহমেদ চৌধুরী লেলিন (৫১) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ নভেম্বর) দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে খিলগাঁও ৬ নম্বর শান্তিপুর কালভার্ট রোডের শেষ মাথায় খালে পানিতে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তে জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরো বলেন, আমরা প্যান্টের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পেরেছি। তিনি খিলগাঁওয়ের মেরাদিয়া দক্ষিণ ১৯৩/৬ নম্বর বাসার সেলিম চৌধুরীর সন্তান।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান এসআই মোহাম্মদ রফিকুল ইসলাম।

Topics