পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত জুবায়েদ হোসাইন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে টিউশনিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে আরমানিটোলার পানির পাম্প গলিতে তার টিউশনির বাসায় লাশ পাওয়া যায়।
নিহত জুবায়েদের গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘ছুরিকাঘাতে ওই শিক্ষার্থী নিহত হয়েছে। যে বাসায় লাশ পাওয়া গেছে, সেটিই ছিল তার টিউশনের বাসা। এখনো মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘মৃত্যুর খবরটি শুনেছি, তবে এখনো বিস্তারিত কারণ জানা যায়নি। এটি অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা। পুলিশকে আশপাশের সব সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার নির্দেশ দেয়া হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি।’
এদিকে, সহপাঠীরা জুবায়েদের আকস্মিক মৃত্যুর ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন ও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।



