রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত

‘সকালের দিকে রিকশা নিয়ে যাওয়ার সময় ওই কলেজের সামনে দুই ছিনতাইকারী রিকশার গতিরোধ করে আমার বোনকে মাথায় ও কাঁধে ছুরিকাঘাত করে তার কাছে থাকা ভ্যানিটি ব্যাগ ও একটি মোবাইল নিয়ে যায়।’

নিজস্ব প্রতিবেদক
আহত শিক্ষার্থীকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে
আহত শিক্ষার্থীকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে |ফাইল ছবি

রাজধানীর ধানমন্ডি থানাধীন মেহেরুন্নেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে রিনা ত্রিপুরা (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন।

রিনা ত্রিপুরা বান্দরবান জেলার থানচি থানার বিদ্যামনি এলাকার অনজোমনি ত্রিপুরার কন্যা। বর্তমানে মেহেরুন্নেসা গালর্স স্কুল অ্যান্ড কলেজের হোস্টেলে থাকেন।

আহতের ভাই জুয়েল ত্রিপুরা জানান, ‘আমার বোন মেহেরুন্নেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থী। সকালের দিকে রিকশা নিয়ে যাওয়ার সময় ওই কলেজের সামনে দুই ছিনতাইকারী রিকশার গতিরোধ করে আমার বোনকে মাথায় ও কাঁধে ছুরিকাঘাত করে তার কাছে থাকা ভ্যানিটি ব্যাগ ও একটি মোবাইল নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল নিয়ে আসি।’

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক জানান, ‘ধানমন্ডি এলাকা থেকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে এক ছাত্রী এসেছে। তাকে ২০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আমরা জানতে পেরেছি, তার কাছে থেকে একটি ভ্যানিটি ব্যাগ ও মোবাইল নিয়ে যায় ছিনতাইকারীরা। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করেছি।’