জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যা : ছাত্রী আটক, থানা ঘেরাও

রোববার (১৯ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে বর্ষাকে তার নিজ বাসা রাজধানীর বংশালে নূর বক্স রোডে রৌশান ভিলা থেকে আটক করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
বর্ষাকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ
বর্ষাকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ |সংগৃহীত

পুরান ঢাকার আরমানিটোলাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ আহমেদকে হত্যার ঘটনায় তার প্রাইভেট পড়ানো ছাত্রী বর্ষা আক্তারকে আটক করেছে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে বর্ষাকে তার নিজ বাসা রাজধানীর বংশালে নূর বক্স রোডে রৌশান ভিলা থেকে আটক করা হয়।

এদিকে, জুবায়েদ আহামেদের খুনিদের গ্রেফতারের দাবিতে বংশাল থানা ঘেরাও করেছে সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন তারা।

রোববার রাত ১২টার দিকে থানার সামনে রাস্তা অবরোধ করে অবস্থান শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

নিহত জুবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। এছাড়া ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন বলে জানা গেছে।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে টিউশনির বাসার সিঁড়িতে ছুরিকাঘাতে খুন করা হয় জুবায়েদকে। পরে লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর মিডফোর্ট হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, ‘প্রাথমিকভাবে ছাত্রীকে আটক করা হয়েছে এবং বাড়ির অন্য সদস্যদেরও হেফাজতে রাখা হয়েছে। এছাড়া সিসিটিভির

ফুটেজ দেখে ইতোমধ্যে আমরা দুইজনকে শনাক্ত করতে পেরেছি। তাদের আটকের জন্য আমাদের কয়েকটি টিম মাঠে কাজ করছে। আশা করি খুব স্বল্প সময়ের মধ্যে তাদেরকেও আটক

করতে সক্ষম হব।’