হাসিনার রায় নিয়ে ফেসবুকে পোস্ট : ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক

ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। তিনি ছাত্রজীবনে মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
লাভলু মোল্লা শিশির
লাভলু মোল্লা শিশির |সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা নিয়ে ফেসবুকে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা ফটোকার্ড পোস্ট করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৭ নভেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের একটি দল ঢাবির রাসেল টাওয়ার থেকে তাকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেন।

এ বিষয়ে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা ফেসবুকে লেখেন, ‘লাভলুকে পুলিশের হাতে সোপর্দ করে এলাম। গণহত্যাকারী টিচারদের ব্যাপারেও আমাদের সেইম স্ট্যান্ডই থাকবে। উনাদের নিয়ে কেউ সুশীলতা করলে তাদেরও হিসাব নেয়া হবে। এ জায়গায় কেউ তোষামোদি বা ক্ষমতার লোভে আসিনি আমরা, ২০০০ শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে তাদের জন্য ইনসাফ আনার শপথ নিয়ে আসছি। এখানে গাদ্দার ও গাদ্দারির কোনো স্থান নাই।’

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের লেখেন, ‘হাসিনার পক্ষে পোস্ট দেয়া ঢাবির ডেপুটি রেজিস্ট্রার কট। প্রত্যেকটা ইঁদুরকেই গর্ত থেকে টেনে বের করা হবে, ওয়েট।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর জানান, প্রক্টোরিয়াল টিম এবং শিক্ষার্থীরা লাভলুকে থানায় নিয়ে আসে। জুলাই আন্দোলনে তিনি সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ একটি নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন।

এ বিষয়ে ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে। সমস্ত দায়িত্ব থেকে তাকে ওএসডি করা হয়েছে। আমরা আবার বসে তার বিষয়ে সিদ্ধান্ত নেব।

উল্লেখ্য, ছাত্রজীবনে লাভলু মোল্লা শিশির মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন।