দক্ষিণ কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন

আমার ছেলে প্রতিদিনের মতো কাজ শেষে বাসায় ফিরছিল। পথে তাকে ছুরিকাঘাত করা হয়। আমরা খবর পেয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka City
দক্ষিণ কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন
দক্ষিণ কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন |নয়া দিগন্ত

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ বয়েজ ক্লাব এলাকায় ছুরিকাঘাতে মোহাম্মদ রুমান (১৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

রুমান একটি কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা গেছে, কাজ শেষে বাসায় ফেরার পথে কালীগঞ্জ বয়েজ ক্লাবের সামনে রুমানকে দুই-তিনজন ব্যক্তি প্রতিরোধ করে। কথাকাটাকাটির একপর্যায়ে তারা রুমানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রুমানের বাবা মোহাম্মদ সানি জানান, ‘আমার ছেলে প্রতিদিনের মতো কাজ শেষে বাসায় ফিরছিল। পথে তাকে ছুরিকাঘাত করা হয়। আমরা খবর পেয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমাদের বাসা দক্ষিণ কেরানীগঞ্জের মুসলিম নগর সিদ্দিক মিয়ার বাড়িতে। আমি একজন ভাড়াটিয়া, রুমান আমার একমাত্র সন্তান।’

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।