ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে এর মালিকসহ সন্দেহভাজন আরো দুই ব্যক্তিকে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় সীমান্ত এলাকায় মানব পাচারের সাথে জড়িত এমন দু’জনকে আটক করেছে পুলিশ।
ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আজ রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস এন মো: নজরুল ইসলাম জানান, ওসমান হাদিকে গুলির সাথে জড়িত দু’জনকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন- ফয়সাল করিম মাসুদ ও মো: আলমগীর শেখ।
তিনি বলেন, ‘ঘটনার তদন্তে আমরা জানতে পেরেছি সন্দেহভাজন ব্যক্তিরা হেলমেট পরিহিত অবস্থায় ওসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করে।’
পুলিশ বলছে, ‘অভিযুক্তদের গ্রেফতারে ইতোমধ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে এবং অভিযান চলমান রয়েছে। সন্দেহভাজন ব্যক্তিরা যাতে সীমান্ত পার না হতে পারে সেজন্য তাদের পাসপোর্ট সংগ্রহ করে পাসপোর্ট ব্লক করে দেয়া হয়েছে।’
অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, ‘শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত দিয়ে লোক পারাপার করে এমন জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দাবি করছে, অভিযুক্ত ফয়সাল ও আলমগীর দেশের বাইরে পালিয়ে গেছে— এমন প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা জানান, পালিয়ে যাওয়ার কোনো তথ্য তাদের কাছে নেই। সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ।



