রাজধানীর পল্লবী এলাকায় মোহাম্মদ হোসেন দিপু (৪৫) নামের এক মুদি ব্যবয়াসীকে গুলি করে ১৭ হাজার ছিনতাই করেছে বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৫টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় দিপুকে উদ্ধার করে সকাল ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসাধীন রাখেন।
আহত হোসেন দিপুর স্ত্রী আফরোজা বেগম বলেন, ‘আমার স্বামী একজন মুদি ব্যবসায়ী। সকালে পল্লবী ব্লক-ই, রোড ৫, সেকশন-১২-তে অজ্ঞাতপরিচয়ের তিনজন মুখোশ পরে মোটরসাইকেলে এসে আমার স্বামীকে পিস্তল দিয়ে বাম পায়ের হাঁটুর উপরে এক রাউন্ড গুলি করে তার কাছে থাকা ১৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আমার স্বামীর চিৎকার করলে আমরা বাসা থেকে বেরিয়ে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসকরা চিকিৎসাধীন রাখেন। চিকিৎসক বলেছেন, তার অবস্থা গুরুতর।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, পল্লবী থেকে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে ঢামেকে এসেছে। তার বাম পায়ের হাঁটুর উপরে এক রাউন্ড গুলি লেগেছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘পরিবারের লোকের মাধ্যমে জানতে পারি, তাকে গুলি করে তার কাছে থাকা ১৭ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করেছি।’



