জেনেভা ক্যাম্পে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবক নিহত

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দু’পক্ষের সংঘর্ষের মধ্যে ককটেল বিস্ফোরণে গ্রাফিক ডিজাইনার মো: জাহিদ হোসেন (২০) নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালে রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka
জাহিদ হোসেনকে ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন
জাহিদ হোসেনকে ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন |ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দু’পক্ষের সংঘর্ষের মধ্যে ককটেল বিস্ফোরণে মো: জাহিদ হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার(২৩ অক্টোবর) দিবাগত রাতে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জাহিদ মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের মরহুম ইমরানের ছেলে।

জাহিদকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু মো: আফতাব হোসেন জানান, জাহিদ পেশায় একজন গ্রাফিক ডিজাইনার। দিবাগত রাত ৪টার দিকে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে রাস্তা পারাপারের সময় হঠাৎ দু‘পক্ষের সংঘর্ষ শুরু হয়। হঠাৎ একটি ককটেল বিস্ফোরণ হয়ে গুরুতর আহত হন জাহিদ। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে ভোরে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।