হকারকে মেরে ফের সমালোচনার মুখে নয়ন

শুধু হকারই নয় তারুণ্যের সমাবেশে একজন বিএনপি কর্মীর গায়েও হাত দেন তিনি।

বিশেষ সংবাদদাতা

Location :

Dhaka City
সমাবেশে এক হকারকে থাপ্পর দিচ্ছেন নয়ন
সমাবেশে এক হকারকে থাপ্পর দিচ্ছেন নয়ন |ভিডিও থেকে নেয়া

৫ আগস্টের পর ইসলামী ব্যাংক, সময় টিভি দখলসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পরেন যুবদলের ঢাকা মহানগর দক্ষিণ সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। পাশাপাশি চাঁদাবাজি, দখলবাজি নিয়েও প্রতিনিয়ত বিএনপিকে বিব্রত করছেন এই যুবনেতা।

সর্বশেষ গত ২৮ মে তারুণ্যের সমাবেশে এক হকারকে সজোরে থাপ্পড় মারেন নয়ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি ভাইরাল হয়েছে এবং নেটিজেনরা ব্যাপক সমালোচনা করছেন নয়নের ।

শুধু হকারই নয় ওই সমাবেশে একজন বিএনপি কর্মীর গায়েও হাত দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মীদের অনেকেই লেখেন, এই যুবদল নেতাকে ঘিরে অনেক সমালোচনা থাকলেও বিএনপি কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহণ করছে না, তা বিষ্ময়কর।