ছায়ানট ভবনে গত শুক্রবার রাতে হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
রোববার ধানমন্ডি থানায় এ মামলাটি করা হয়েছে।
ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, মামলায় তিন শতাধিক অজ্ঞাতনামা দুষ্কৃতকারীকে আসামি করা হয়েছে।
মামলায় কোনো ব্যক্তির নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।
বৃহস্পতিবার রাত ১টার দিকে ধানমন্ডিতে অবস্থিত সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে ব্যাপক ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়া হয়। হামলার পর রাত সাড়ে ৩টার দিকে ছায়ানটের ফেসবুকে দেয়া এক ঘোষণায়, ভবনটিতে পরিচালিত ‘ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের’ ক্লাসসহ সংগঠনের সব কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত স্থগিত রাখা ঘোষণা দেয়া হয়।
ঘটনার পরে ক্ষতিগ্রস্ত ছায়ানট ভবন পরিদর্শন করে অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, সিসি ফুটেজ দেখে হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।



