র‌্যাব পরিচয়ে ডাকাতি, গ্রেফতার ৫

‘এরপর ভিকটিমদের জোর করে নামিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। তাদের চোখ গামছা দিয়ে বেঁধে ফেলা হয়।’

নিজস্ব প্রতিবেদক
র‌্যাব পরিচয়ে ডাকাতি, গ্রেফতার ৫
র‌্যাব পরিচয়ে ডাকাতি, গ্রেফতার ৫ |ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরের নগরকান্দায় র‌্যাব পরিচয়ে ডাকাতির সময় ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর অ্যাডিশনাল ডিআইজি অধিনায়ক (পরিচালক) মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি বলেন, স্বর্ণ ব্যবসায়ী জয়দেব আধা (৫৩) ও তার ভাই বিশ্বনাথ আধা (৫৭) ব্যবসার প্রয়োজনে সোমবার রাজধানীর তাঁতীবাজার থেকে জুয়েলারি তৈরির যন্ত্রাংশ কিনে গুলিস্থান থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস করে সাতক্ষীরা পাটকেল ঘাটার উদ্দেশে রওনা করেন। পরে ফরিদপুর নগরকান্দা থানার জয় বাংলা মোড় এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস এসে র‌্যাবের পরিচয় দিয়ে বাসটি থামিয়ে ৩-৪ জন লোক র‌্যাবের কটি পরিহিত অবস্থায় বাসের ভিতরে প্রবেশ করেন। এরপর ভিকটিমদের জোর করে নামিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। তাদের চোখ গামছা দিয়ে বেঁধে ফেলা হয়। আসামিরা ভিকটিমদের কাছ থেকে নগদ দুই হাজার ৭০০ টাকা এবং সকল মালামাল ছিনিয়ে নিয়ে তাদেরকে এলোপাথাড়ি মারধর করেন।

তিনি আরো বলেন, সোমবার র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার নগরকান্দা জয় বাংলা মোড় এলাকা থেকে মাইক্রোবাসসহ ঘটনায় জড়িত ৫ জন ভুয়া র‌্যাব সদস্যকে গ্রেফতার করে এবং ভিকটিমদের উদ্ধার করে।

গ্রেফতাররা হলেন- দিদার (২৯), মো: সাইফুল ইসলাম (৩০), মিন্টু গাজী (৪৫), মো: জামিল (৩২) ও স্বপন খান (৪৫)। অভিযান পরিচালনাকালে একপর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত উত্তেজিত জনতা ডাকাতদের ঘেরাও করে মাইক্রোবাসের চারপাশ ভাংচুর করে এবং ২ জন ডাকাত দৌড়ে পালানোর সময় উত্তেজিত জনতা হাতেনাতে ধরে মারধর করে। র‌্যাব-১০ তাদের উদ্ধারের পর গ্রেফতার করে।

গ্রেফতারকালে আসামিদের কাছ থেকে ৪টি কালো রংয়ের র‌্যাব জ্যাকেট, ৩টি কালো রংয়ের ব্যাব ক্যাপ, ১ সেট কালো রংয়ের রেইন কোট, ২ জোড়া হাতকড়া, ১টি কালো রংয়ের ব্যাগপ্যাক, ২টি ওয়াকি টকি সেট, ১টি ওয়াকি টকি সেটের চার্জার, ১টি লিথিয়াম ব্যাটারির চার্জার, ২টি কালো রংয়ের পিস্তল কাভার, ১টি কালো রংয়ের গিজন সদৃশ গ্যাস লাইট, ১টি লাল রংয়ের লেজার লাইট, ১টি কালো রংয়ের শর্ট ডিফেন্স স্টানগান, ৩টি মোবাইল ফোন ও ১টি মাইক্রোবাস জব্দ করা হয়।

জানা যায়, আসামি মিন্টু গাজী চাঁদপুর জেলার বাসিন্দা। তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি মামলাসহ ৩টি মামলা রয়েছে। সাইফুল ইসলাম গাইবান্ধা জেলার বাসিন্দা। তিনি ভাড়ায় ড্রাইভিং পেশার আড়ালে ডাকাত চক্রটির সাথে সক্রিয়ভাবে ডাকাতি করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, চুরি ও দস্যুতা মামলাসহ মোট ৩টি মামলা রয়েছে। আসামি সাইফুল ও জামিল একইসাথে জেল হাজতে কারাভোগ করেছেন।

গ্রেফতার দিদার ফরিদপুর জেলার বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাদিক ডাকাতি মামলাসহ ৮টি মামলা রয়েছে। স্বপন খান মাদারীপুর জেলার বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও অস্ত্র মামলাসহ ৪টি হত্যা মামলা রয়েছে। মো: জামিল শরিয়তপুর জেলার বাসিন্দা। তার বিরুদ্ধে ঢাকা জেলার ধামরাই থানায় ১টি হত্যা মামলা রয়েছে।